কেদারতীর্থ উচক্রা তপ আত্মঘাতী শানিত কুঠার
স্বল্পে তুষ্ট ত্রিপুরান্তক জ্ঞানী আবিমৃশ্যকারী--
লব্ধকাম বৃকাসুর ধূর্জটি তমোরাজ্যপারে
বটুক-ছল অনন্তদেব ভস্মাসুর তো বুদ্ধিহারা...


পুষ্পভদ্রাতট প্রান্তর সন্ধ্যোপাসনা সংলিপ্তকাল
প্রলয়মেঘ ঝঞ্ঝা-বাদল সর্বগ্রাসী তরঙ্গমালা
ধরিত্রীশিখর নবীন বট মরকত-শ্যাম বৎস ডালে
নাশা-রন্ধ্র মার্তণ্ড মশক, গভীর গুম্ফা যোগ-মায়ালী ।


ষটচক্রে বর্ণরূপা কুণ্ডলিনী মূলাধারস্থ--
বর্ণ-সংকেত মাতৃকাবর্ণ ষটকর্মা ভেদাবস্থা--
চক্রান্তর বিন্যাসক্রম শ্বেতপিঙ্গল রূপাবস্থান
জ্যোতিষ্মতী দারুপ্রজ্ঞা সমসূত্র সমস্থানিক ।


জগৎ-সর্জ্জনার্থা-শক্তি যোগমায়া সমাধিকৃতা
যোগবাহ যোগাচার দোলনি ছদ্ম-সংবৃতি
কাল-্সলিল অতলান্ত বিষ্ণু যোগমায়াবিদ
কার্য-কারণ যোগ-ধামন, মেজাজ খুশ ব্রহ্মাণ্ড-ভৃত ।


শান্তছায়া দণ্ডকা্রণ্য নর্মদা ও গোদাবরী
নৈকষেয় ভিক্ষার্থী ভো  মারীচমায়া স্বর্ণহরিণ
শুক্লা সীতা অগ্ন্যাশ্রিতা ছায়া-সীতা অপহরণ
লঙ্কাকাণ্ড লুপ্তপিণ্ড কলুষ-মুক্ত বসুন্ধরা ।


স্মৃতি-কাদম্বরীতি ধ্রুবাশ্রিতা স্তোম ঝাঁপান
দ্রোণী-সন্ধানী অগ্নি শাস্ত্রভুক এ বিজ্ঞ  বাপু !
পৌরোহিত্য সম্পাদনা অঙ্গারবল্লীপর্ণ ছাপে
নিত্য নবীন সংস্করণ রচনাধারা কী অ্ভিশাপ ।


স্বর্গপথ  অহো কী দুর্গম ! সারমেয় স্বচ্ছন্দগতি
ভীমার্জুন যাজ্ঞসেনী নকুল সহদেবের পতন
মহাপ্রস্থান, পথ-প্রান্ত সহাস্য ইন্দ্র সুস্বাগতম
সারমেয় অপরিত্যাজ্য প্রথম পাণ্ডব ধর্মমতে ।


তৃষ্ণাভূমি তপ্তবালি পুষ্করিণী মায়াবতী
আশ্বাসন পথিকজন দ্বন্দ্বাতীত বস্তগত্যা
ইন্দ্রজাল সমান্তরাল মৃত্যুতাল তীব্রা যতে
তমস্বতী ক্রুরমতি ভস্মগত সত্তা ক্রতু ।


বিপ্রলব্ধা অগ্নিদগ্ধা লীলাস্মিত চন্দ্রকুঞ্জ
ব্রজবল্লভ পল্লবিত চন্দ্রাবলী  নবমঞ্জরী
রাসমঞ্চ কৃষ্ণ তঞ্চক, গোপীজনপথে সঞ্চরণ
আবিষ্ট প্রাণ তড়িদাধান, তাত্ত্বিক মতে বাঞ্ছিত ।


                                  চ ল বে...