দেশের জন্য প্রাণ আই-ঢাই, ঘরের খেয়ে  বনের মোষ,
মোষ মতলব লোক-সাধারণ, খায় জাবনা, খড় আর ভুসি---
বুদ্ধিহীন তবে শিঙ প্যাঁচানো, সুযোগ পেলেই মারবে ঢুসো ;
অবশ্য নাকে দড়ি টাঁকে ঘা দিলে, শৃঙ্গ-পুচ্ছধারীরা বশ ।


গৃহকর্তা থরহরিক্ম্প ডাক দিয়ে ডাকাত পড়ে
দিন-বদল রুচি বদল, হরণ-প্রকরণ ব্যাকরণে পড়া--
সেবাগত  প্রাণ নিষ্ঠ পড়ুয়া,  রপ্ত সূত্র তড়ি কি ঘড়ি ;
গুজ গুজ ফুস ফুস নিন্দুক-কুল দলীয় ক্ষুরে মাথা-মোড়ানো ।


স্বনাম সংকীর্তন রাগানুলিপ্ত ধ্যান-প্রশান্ত আশ্রম-ভূমি--
অহো যোগসিদ্ধ যোগসাজস আবিষ্ট বর্ণ সম্মোহ ঘুমে ;
মুণ্ডিত শ্রীমস্তকে ঘোল সকঞ্চি বংশদণ্ড ইষ্ট-কুটুম--
মহাগুরু ফিলোজফার গাইড, শিষ্য ধর্মাদিচক্রগুম্ফায় ।


বনতোষিণী-মুগ্ধ তমিস্রা-পুরুষ সন্ধ্যা-বর্ণ রহস্যময় ;
এপার ওপার চৈত্র-প্ররোচনা আকাশ-গঙ্গায় ডুবছে ছই
সংগুপ্ত ধারা উদ্দাম উচ্ছ্বাস উদ্ধত হিংস্র অবিনয়ী
বিপ্রতীপে সঙ্ঘ-ছন্দ-ভাঙন, প্রবহমান মহাপয়ার ।


অন্তর্শ্রাবণ কে বান্ধবী ? সীমাসীমাতীতে কেতকী-গান
মেঘের পারে অতিজগৎ ধূলি-পটল ; ও কার ডানা ?
চঞ্চুবেগধার রক্তক্ষরণ ছো ছো রামভেকুয়া অসাবধানী
কে ছাগ ? সে কে যূপকাষ্ঠ ? কিসের কী প্রতিবিধান ?


**************************
দুপুরদিন সন্ধিমেঘ নিপাতনে সিদ্ধ ছায়া
ঘন অরণ্য বর্ণ শ্যাম বাতাসের রং বদলে যায়
শ্রাবণদেশ সন্ধ্যাবেশ ঋতু-রাজস্ব কী অনাদায়ী ?
সুগন্ধীমন্দপবনছন্দ ন্যস্ত রহস্যময়ীর পায়ে ।


ছন্দবন্দী ছন্দরূপা ছান্দসিক এই মহাজগৎ
বিন্দুরূপ সিন্ধুজ্ঞান অল্পমতি কল্পমতি
ছত্রপত্রাকৃত মঞ্জিষ্ট অর্থান্তরে অলঙ্কৃতি
কৃকলাস আশ্রয়াশ ক্ষুন্নিবৃত্তি-নিবৃত্তি কার্যত ।


রুচি ব্যক্তি তামস ব্যক্তি ; ব্যক্তি সুরবর্ত্ম বারি
ব্যক্তি পূর্ণ, ব্যক্তি শূন্য, ব্যক্তি চন্দ্রগ্রহতারা
কে অন্তরীণ কে অন্তর্লীন নিহিত তমসাতীতপারে
ব্যক্তি গতি ব্যক্তি স্থিতি ক্রিয়া-কৃতি অভীপ্সা কার ?


রূপের অতীত রূপান্বিতা, গুণের অতীত ত্রিগুণাত্মক
আদ্যন্তহীন আত্মোপলব্ধি শিখাবলম্বী কু-বিন্দু কী ?
প্রত্যাক্ষানুমান অর্থাপত্তি চক্রনাভি প্রত্যাসক্তি ঝোঁক
অমূলবৃক্ষ ফলদায়ী ফলবাহার তো প্রহেলিকা


জগৎ-নাট্য চারু-প্রকাট্য সিম্বলিজম বিমূর্তবাদ--
মুক্ত-মঞ্চ অষ্টদৃষ্টি জনান্তিকে মহড়া-বিধান
নাম-ভূমিকার স্ব-নামখ্যাত কেউ বান্দা কেউ নবাবজাদা
ব্যাকস্টেজ ঘনান্ধকার নটচর্যা নির্বিবাদে ।


                               স মা প্ত


( ৮১ টি স্তবকের মধ্যে মনে হয়  ৩৫ টি স্তবক পোস্ট করলাম । অন্য স্তবকগুলি আরো দুরুহ ও বিদেশি মিথোলজির প্রসঙ্গ আছে ।
***  পরে শেষের দিকের খানিকটা অংশ । ছন্দ খানিকটা বদলেছে । ধন্যবাদ )