মাঝে মাঝে এমন মনে হয়
নিয়ম কিছু ভেঙে করি লয়
বিলীন হলে ব্যাধির জ্বালা
রুগ্ন সমাজ, জাগবে বালা
সব ভেদাভেদ বিলীন হলে
হাঁটবে সবাই সমান তালে।


কিছু লোকের হবে ক্ষতি
রাঘব বোয়াল, মহারথী
নিয়মের চাষ করছে যারা
তুলতে ঘরে লাভের ঘড়া
পড়বে ধরা নিজের ফাঁদে
মর্ম ব্যথায় উঠবে কেঁদে।


নিয়ম যদি যন্ত্রনা হয়
দুই পিঠে বিষ কাঁটা রয়
সেই রীতির ছাঁটলে ডানা
দূর হবে যে আপদখানা
জাগবে কুঁড়ি শুকনো ডালে
এমন দিন কখন মেলে?


০১•০৩•২০১৮
মিরপুর, ঢাকা।