তখনো নক্ষত্রের মেলা
বিস্তীর্ণ আকাশ জুড়ে
মূর্ত চরাচরে কাঁপে
অশান্ত ঘূর্ণিবায়
বাঁকা ফাঁদ ছিঁড়ে
বুনো সুখ মেঘে ভেসে যায়।
বিবর্ণ দিকচক্রবালে
সর্বনাশের দুয়ার খুলে
উড়ুক্কু মন শূন্যে বাঁধে ঘর
মায়াবী ইন্দ্রজালে!
নিঝুম নিশি ভ'রে
কষ্টের দীপাবলী উৎসবে মেতে
নেভে আর জ্বলে।
বিধ্বস্ত দিন-রাত্রি
পথ খোঁজে পালাবার
দূরে কোথাও নিরুদ্দেশে
যেখানে জীবন কাটে
অরণ্য-নীলিমায় মিশে।