মরণ ব্যাধির নিঠুর কামড়ে দেহ ছেড়ে গেল প্রাণ
সময় হলো না ছুঁয়ে দেখার হায়রে আপনজন!
শোক মিছিলের স্কন্ধে চড়ে যাত্রা করল শব
পেছনে পড়ে রইল যত কৃতি আর কলরব।
পুত্র দুহিতার ক্রন্দনে ভারি আঙিনা গৃহকোণ
সান্ত্বনা দিতে স্বজনেরা এসে ভীড়েছে কয়েক জন।
সৎকার শেষে নিজের গরজে ফিরলো যে যার কাজে
রাত নির্জনে বাতায়নে কে-যে নির্ঘুম চোখে জাগে!
বিষাদের গান বাজলো বাতাসে মেঘেরা ঝরায়ে নীর
ভেসে গেল কোথা দূর অলখে হয়ে চির ফেরারী।


১৯.০৫.২০১৭
বরিশাল