জেগে দেখি আঁখিকুলে দৃষ্টির দারুণ বিভ্রাট
এখানে ওখানে যত ভাগারের জঞ্জাল জট
দেয়ালের শার্শিতে লেগে আছে রক্তিম বৃষ্টির ছাট্
এ কোন বসন্ত দাঁড়িয়ে দুয়ারে বন্ধ বেসাতিপাট।
দুপুর গড়িয়ে যায়, চাল-চুলো পড়ে আছে খালি
অস্থির ছেলে-বুড়ো নির্বাক - গলিপথে তাকায় কেবলি
সুনশান চক্রযান, একঝাঁক বুনো কাক - মুহুর্মুহু গুলি
বারুদের ধূম্রজালে রৌদ্রময় মধ্যাহ্নে নেমেছে গোধূলি।
রুদ্র এসেছে ফিরে ঈশানের থরথর প্রলয়ের ঝড়
যমদূত কড়া নাড়ে - বিপ্লবী ভাংগো বাঁধ সম্মুখে সমর
আবার মৃত্যু ডাকে, বুক পাতো হে বিজয়ী বীর
ইতিহাস কথা বলে চিরকালই ইথারে- আমরা বধির।
১ জুলাই, ২০২৫
মিরপুর, ঢাকা।