শিথানের পলেস্তারা খসে পড়া দেয়ালে সাঁটানো
কালের পুরানো আঁচড় পড়া দর্পনে
খানাখন্দে ভরা কপোলের ভগ্নাংশগুলো
কটাক্ষ করে বারংবার
ক্লান্ত অক্ষিকোটরও প্রত্যক্ষ করে
আবক্ষ ক্লেদে নিমজ্জ শরীরখানি
এখনও ধাবমান
আরও নিচে পাতকুয়োর বিষাক্ত পংকিলে
নেমে যেতে যেতে
তৃপ্তির ঢেঁকুর তোলে গাঁয়ের প্রৌঢ় মোড়ল;
নিমাথির দীর্ঘশ্বাস বন্দী হয় মহাজনের রোজনামচায়।
অভিশাপের প্রতিঘাতে বিধ্বস্ত আয়না থেকে
বিচ্ছুরিত অন্ধকার ক্রমাগত
ছুটতে থাকে দিগ্বিদিক
আলোর আকালে পলায়নপর
দর্পণের প্রতিবিম্ব এখন বুভুক্ষুর চোখে...


২৩।১২।২০১৬