বিপ্লবী তর্জনী বারুদ কন্ঠের ৭ই মার্চের ভাষণ
মুক্তিকামী সংগ্রামী সৈনিকের যুদ্ধ জয়ের বাহন
দেশ মাতৃকার তরে শুরু হল মুক্তির মহাসংগ্রাম
অকুতোভয় সা্হসীরা জীবন দিল দেইনিকো মান


বায়ান্নতে রাজপথ রঞ্জিত চুয়ান্নে সংখ্যা গরিষ্ঠতা
পেলাম না গদি করলো টালবাহানা দিল না সফলতা
মার্শাল ল জারি করে আটান্নে আটকে রাখে দশটি বছর
আটষট্টির ছয় দফাতে ঝাপিয়ে পড়ে নিরস্ত্র বাংগালীর উপর


শাসনের নামে আমাদের করা হয়েছে শোষণ
অধিকারের প্রশ্নে বঞ্চিত আমরা-দেয়নি কভু আসন
অস্র ধর যুদ্ধ কর মরনে কর না কভু দ্বিধা ভয়
দাবিয়ে রাখতে পারবে না আমাদের হবেই জয়


যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে  
মনে রেখ ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে হবে
আমি যদি তোমাদের হুকুম দেবার না পারি
যুদ্ধ করে দেশ স্বাধীন করো শত্রু কে দিবে না ছাড়ি


দাবিয়ে রাখা যাবে না রক্ত দিতে শিখেছি যখন
বাংলা মাকে মুক্ত করবো করেছি আমরা এই পন
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম নেই কোন ক্ষয়
জয় আমাদের হবেই ইনশাআল্লাহ নেই কোন ভয়