আমার মায়ের আদেশ-মিথ্যে বললে পাপ যে হয়
যাহা দেখিবে সত্য বলিবে পরিস্থিতি যাই হয়
সত্য বলতে হবে বুক ফুলিয়ে ভয় ডরহীন মনে
মিথ্যায় ধ্বংস অনিবার্য সত্যয় মুক্তি আনে টেনে


দে্শটা হল মায়ের মত-বুকে যন্তে আগলে রাখে
মায়ের মান বাচাতে হবে-প্রয়োজনে জীবন ত্যাগে
দেশটা নিয়ে ভাবতে হবে-কাজ করবে দেশের কল্যানে
দূর্যোগ-দুঃসময়ে,দাড়াতে হবে পাশে যেকোন আহবানে..


হালাল পথে হালাল কাজে করবে হালাল রুজি
অভাব শত আসবে কিন্তু পাপকে করোনা পুজি
অন্যায় দেখলে করবে প্রতিবাদ থাকবে ন্যায়ের পক্ষে
ন্যায় পথেই শান্তি-অন্যায় হল অশান্তি অলক্ষ্যে


জীবে তোমার থাকবে প্রেম-সুযোগ পেলে আহার
জীবে আছে অবলা প্রচুর-কর না সেথায় বাহার
দানে কভু ধন কমে না-হকের পুরন হয়
একে যে দশ হয়-পাওয়া যায় বিশালতার পরিচয়


নারী হল মা বোন আর স্ত্রী কিন্তু বড়ই অবলা
সম্মানেতে দেখবে-হইও না হিংস্র কইরো না অবহেলা
পাচ ওয়াক্ত নামাজ এবং সময় করে পড়বে কুরআন
কুরআনেই রয়েছে ইহকাল পরকালের সুখের নির্দেশনা দান