গরুর দুধ বিক্রি করে সংসার চালানো ছিল দায়
তবুও তুমি আনতে রুটি কলিজার সাজু যে খায়
পরিক্ষার টাকার জন্য পড়াশোনা বন্ধের নির্দেশ দিয়ে
পরিক্ষার দিন টাকাটা দিয়ে মাথাটা থাকতো নুয়ে!


উজ্জ্বলকে কাজে দিয়ে তোমার সে কি কান্না
তোমার অতটুকু উজ্জ্বল কাজের উপযুক্ত না
ইব্রাহিম কে নিয়ে যর্থাথই ছিল তোমার যত অভিযোগ
আমাকে শাসিয়ে বলতে ও কি থামবে যেদিন হব বিয়োগ


ফারুক বেটার বড় মন আটকানো বড়ই দায়
একদিন বুঝবে সেদিন আর থাকবে না কোন উপায়
শহীদ খুব পরিশ্রমী ছেলে সাছন্দে চলতে চায়
এমনিতেই চলে যাবে ওর দিন হাসি তামাশায়!


জামসেদাকে নিয়ে বারবার ফেলতে দীর্ঘশ্বাস
মেয়েটা আমার মরার মতো থেকেও করে উচ্ছাস
সুমাইয়ার জন্মে মরার মাঝেও খুব হাসলে
লক্ষীবোন বলে ইশারায় ভালোবাসলে!


তোমার সেই উজ্জ্বল ইমরান প্রবাসে ১২বছর ধরে
কলিজার সেই সাজু আজ ইতালি সীমাহীন কষ্টের পরে
বাবা সংসারের অভাব টা আজ আর নেই আগের মতো
শুধু তোমার অভাব বাবা যা এই বুকে আমৃত্যু ক্ষত



(আজ ১০ সেপ্টেম্বর ২০১০ সালের আজকের এই দিনে আমার বাবা অকালে মারা যান এককথায় সাগরে ফেলে রেখে-আমরা পাচ ভাই দুই বোন অনেক যুদ্ধ করে আজকের এই পজিশনে এসেছি)