বিস্মিত বিশ্বাসে চেয়ে আছি অপলক
করছি তৃপ্তির সুখ্ উপলদ্ধি দেখে তোমার রুপ অপরুপ
কত প্রতিক্ষা অপেক্ষা কত নাটকীয় ষড়যন্ত্র
পারেনি দমাতে সায় দাড়িয়ে আছ দিয়ে জোরা দু-কূল...!


ষড়যন্ত্রের যন্ত্রনায় নাড়া দিয়েছে বিশ্ব বিবেক
বাংগালীর সাহসীকতায় করতে পারেনি কাবু
ঘাড়ের রগটা বাকা করে সকল ভয়কে বৃর্ধাংগুলি দেখিয়ে
নিজের টাকায় সায় দাড়িয়ে স্বপ্নের পদ্মা সেতু...!


সময় মতো পৌছাতে পারিনি মরেছে ভাই বিনা চিকিৎসায়
নিজের প্রতি নিজেরি কত শত অভিযোগ
দুপারের ঘাসে কান্নার আওয়াজে বাজে এখনো কানে
এ যন্ত্রনার জ্বালা কোন ভাষায় যাবে কি বোঝানো..?


ঝড়-তুফানে আর নিরাশ হবে না, ভেবে যাত্রাপথ
শুনতে হবে না স্বজনের আহাজারি, থাকবে না আক্ষেপ
স্বপ্ন যে আজ আলোর ঝলকানিতে, রাত্রি আলোকিত
সাহসী বাংগালীর স্বপ্ন বাস্তবায়নে, নিন্দুকেরা হতবিহত..।


কত সাধনার পরে আজ মুছবো নিষ্পাপ আখি জ্বল
কত সংগ্রামের পর পেলাম আজ যে প্রতিক্ষার ফল
সেতু নয় যেন বাংগালীর অদম্য সাহসীকতার অকুতোভয় ইতিহাস
স্বপ্ন যে বাস্তবায়িত প্রান ভরে নেব আজ নিঃশ্বাস...!