আজ দীর্ঘ এক-যুগ পর...
তোমায় দেখলাম..
চেহারাটায় একটু ভাজ পড়েছে
কিন্তু তোমার লাজুকতা একটুখানীও দমেনি.
বাচ্চাদের ফাকে একটি বারের জন্য দেখলাম
সেই আগের চাহনি.
সেই আগের তুমি...!!


জানিনা বিশ্বাস করবে কি না
আমি অনেক উপায় খুজেছি
চেষ্টা করেছি হাজার বার
তোমার সাথে যোগাযোগ করতে
অবশেষে শেষ চেষ্টাটুকুও থামাতে বাধ্য হয়েছি
তোমার সম্মানের কথা ভেবে
আমি চাই তুমি ভাল থাক...!!


একটা সময় তোমার জন্য
কত কিনা করেছি
কিন্তু তোমার ভাইদের অহংকারীতা
আর আমার নির্মম দারিদ্র্যতা
আমাকে অনেক পুড়িয়েছে
অসহ্য যন্ত্রনা -অহেতুক কটুকথা
চোখের জলের সাথে সহ্য করতে হয়েছে..!!


আজ তোমাকে দেখে মনে হল
আমরা যেন আগের মতোই
জানো তুমি...
আমারো না তোমাকে দেখে খুব লজ্জা লেগেছে
কিছুটা অভিমান করতেও ইচ্ছে করেছে..!!


তুমি না আগের চেয়েও অনেকটা মুটিয়ে গেছ
সংসারের যাতাকলে...
নিজের প্রতি হয়তো খেয়াল রাখছো না
নিজেকে নিয়ে হয়তো ভাবছো না
না  সোনা এসব করো-না
সংসারের যাতাকলে পিষ্ট হবে জানি
তবুও নিজের প্রতি খেয়াল রেখ
ভাল থেক! ভাল থেক! প্রিয়..তমা!!!