বাবা গত হইয়াছেন আজ এক যুগের বেশি হয়
ভাইয়া এবং আমার জীবন ছিল না কভু দুঃখময়
হঠাৎ আমার উত্তরাধিকার প্রশ্নে, বেকে বসেন ভাইয়া
কার কাছে যাব কার সাহায্য নেব, পাচ্ছি না ভাবিয়া...!!!


অনেক ভেবে গিন্নীর কথায়, গেলাম সমাজপতির কাছে
খানিকটা গম্ভীরে কহিলেন তিনি, তোমার খুব দুঃখ আছে?
কালতো দেখিলাম করিতেছে মিটিং রমজান বেপারীর সাথে
ওরা ভাল লোক না,ফায়দালুটিবার তরে হাত মিলায় হাতে!


চিন্তার ভাজ পড়িয়া গেল মাথায়,কি আছে করিবার ?
সকলেই বলিল শালিস দাও,ভাইয়ের বিরুদ্ধে চাও দরবার!
নতুবা সম্মুখে দাঁড়িয়ে চাও,নিজের আইনগত অধিকার
ভাইয়া যে আমার কলিজার,কেন চাহিলাম উত্তরাধিকার?


বাজে লোকের বাজে কথা শুনিয়া,কান যে জ্বালাপোড়া
ভাই ভাই দ্বন্দ্ব দেখিয়া, সবাই যেন আনন্দে আত্নহারা
হতবাক নির্বাক শুভাকাঙ্ক্ষীর বহুরূপ স্বচক্ষে  দেখিয়া
ভাই ভাই দ্বন্দ্বে আপনজন খুব কাছ থেকে নিয়েছি চিনিয়া.!


দ্বারস্থ হইয়া ভাইয়ার কহিলাম-কেন বসেছেন বেকে..?
একি পিতার ঔরশজাত,তবে কেন বঞ্চিত অধিকার থেকে?
দীর্ঘশ্বাসে কহিলেন-বলিয়া বেড়াইছো তুমি জনে জনে...
অন্যায় করিয়াছি তোমার প্রতি,আমি সু-কৌশলে আপনমনে


এক যুগ হইয়াছে-মনেই হয়নি কখনও তুমি আমার ভাই
কলিজা জুড়িয়া তোমার স্থান,যতটুকু স্থান তোমার চাই
সম্পদ সব তোমার-কিসের উত্তরাধিকার?বল না জনে জনে
সমাজপতি!শুভাকাঙ্ক্ষী!বিবেধ বাজিয়ে রাখে আপন-জনে.