সবাই সুখ প্রত্যাশি...!
কেউ সুখী হয় আবার কেউ হয় না
কেউ সুখী হয়! অন্যজন তাতে সুখী নয়
সুখ সেতো কাল্পনিক রহস্যাবৃত
মানসিক ও পারপার্শ্বিক রুপান্তরিত
কখনো দৃশ্যমান কখনো অদৃশ্য....!!


মৌলিক চাহিদাতে ও কেউ সুখী
সুস্বাস্থ্যতে সুখ সোনায় সোহাগা
মৌলিক চাহিদা ও সুস্বাস্থ্যে কি সুখ আবৃত?
হয়তো -হয়তো বা না...!!!


অন্তহীন আকাংখায় মানুষের জীবন
ভোগ ও ভোগেচ্ছা নেইকো কমতি
বর্তমানে সন্তুষ্ট নই হতেও পারিনা
চাই আর চাই.....
অল্পতে কেউ হতে পারি না সন্তুষ্ট
অল্পতে সুখী মানুষ খুব নগন্য...!!
অধিকাংশ মানুষ অতৃপ্ত, অসন্তুষ্ট, অসুখী।


অঢেল সম্পদে অনেক সুখ
অনেক ক্ষমতায় অনেক সুখ
সম্পদে সম্পর্ক বিশারদ সৃষ্টির বাহক
অনেক ক্ষমতার মাঝে মানুষ মমতাহীন হয়..!!
সুখ তাহলে কোথায়....???


কেউ বড়পরিবারে কেউ আবার ছোটতে
পরিবারে পরম সুখ অসত্য নয়
পরিবার ছেড়েও অনেকে সন্ন্যাসী পথে
আপন সুখের নেশায়
আদি থেকে আজও ছুটছে হন্যে হয়ে
সুখ তাহলে কোথায়...!!!