ভাবছো তুমি হয়নি সকাল-বয়ে যাচ্ছে সন্ধ্যা
এখনো তুমি ঘুমিয়ে আছো-হে মুমিন বান্দা..!!!
ফজর গেল গভীর ঘুমে,যোহর ব্যস্ততায়
আসর গেল হেসেখেলে মাগরিব অবহেলায়..!!


এশার গেল পরম দুষ্টুমি আর টালবাহানায়
হেলায়-বেলা চলে যাচ্ছে দুনিয়াবী মায়ায়
অনেক ছোট্ট তুমি এখনো সবে বয়স কুড়ি
ভাবছো মিছে অনেক দিন যে রয়ে গেছে পড়ি..!!


নানান রকম নষ্টামি ভন্ডামিতে রয়েছ বেহুশ
পাপের রাজ্যে রাজত্ব কিছুতেই হচ্ছে না হুশ
জন্ম হয়েছে যার মৃত্যু তার জন্য অবধারিত
তবুও যে মিথ্যে অহংকারে তুমি বিমোহিত..!!


বিশাল দেহী শক্তিশালী অনেক এসে ছিল
ধনে মানে দেহের জোরে তাদেরও রাজত্ব ছিল
খোদাতালাকে নিয়ে করতো দমফাটিয়ে রকিসকতা
ভেবেছে তারা অমর-মৃত্যুতে ছিল নিষ্ঠুর দাম্ভিকতা


মৃত্যু থেকে বাচার জন্য করেছে কত্ত আয়োজন
সব দিকে ব্যর্থ হয়ে করতে হয়েছে মৃত্যু আলিংগন
ধনী আর ক্ষমতাশালীর আছে পাপের দৃষ্টান্ত
ছুটতে ছুটতে দুনিয়াবী মায়া হয়েছে পরিশ্রান্ত


ইস্রাফিল (আঃ) শিংগা মুখে দাড়িয়ে আছে
তামাম দুনিয়া হবে ধ্বংস একটা ফুর মাঝে
কি করিলে উপার্জন পেয়ে এত আয়োজন
প্রস্তুত থাক মাওলার দরবারে করতে উপস্থাপন..!