হে নবজাতক!
নিষ্পাপ প্রকৃতির মাঝে জানাতে পারছি না
তোমাকে সু-স্বাগত....
আমাদের অহংকার প্রতিহিংসা আর বিদ্বেষ
খুব শীঘ্রই হবে তুমি অবগত..!!


আমাদের মনুষ্যত্বের বিচার দেখে
হবে নিশ্চয়ই তুমি হতবাক
দেখবে চেয়ে তুমি আমাদের মাঝে
আছে কত প্রকার ভাগ...!!!


আমরা হলাম সৃষ্টিতে সকল জীবের সেরা
স্রষ্টা কিন্তু একজনই সবার...
ধর্মের প্রশ্নে আমাদের বিভেদের মহিরুহ
দেইনা কেউ কাউকে ছাড়..!!!


ধনীর চেয়ারে আতংকে-বসি না গরীব
গরীবের প্লেটে ধনী খায় না..
উচু সদাই উচুতেই থাকি,নিচুতে থাকাই না
নিচু তো নিজ অধিকার পায়না..‌!!


সবাই আমরা সাম্যর গান শুনি এবং গাই
কিন্তু কেউ সাম্যবাদী না...
নিজের ঢোল নিজেই পিটাইতে ভালবাসি
সহজেই অন্যর ভাল মানি না..!!!


এই অসভ্য-পরনিন্দ আর সমালোচক সমাজে
জানি হবে খুব বিরক্ত..
কখনও স্রোতের কুলে গা ভাসিয়ে নিজেকে
নিও না করে নিবেদিত ভক্ত..!!!