যেদিন হারিয়ে যাব....
বিনিদ্র এই নগরীর বুক থেকে
হয়তো গভীর রজনীতে
হয়তো বা সাঝ সন্ধ্যায়
প্রিয়জন স্বজনের গভীর ব্যস্ততায়
চলে যাব হয়তো সকলের অগোচরে....!!!


যেদিন হারিয়ে যাব...
থাকবে শুন্য মোর গৃহবাস
দেয়ালের ফটোখানী দেখবে
হয়তো হাজারো স্মৃতি করবে অবগাহন
হয়তো বা কেউ দিবে অশ্রু বিসর্জন
হয়তো বা কেউ দীর্ঘশ্বাসে মনের বিশ্বাসে
ভালো মন্দের করবে উপস্থাপন


যেদিন হারিয়ে যাব....
বন্ধুদের আড্ডা থমকে যাবে খানিক টা
কাছের বন্ধুর হৃদয়টাও হবে ক্ষত
হয়তো আড্ডার কারনটা হবে
আমার অবেলায় হারিয়ে যাওয়া
হয়তো আলোচনা হবে
অভিযোগের খাতাটি থাকবে প্রায় শুন্য
ক্ষমা করবে সকলে নিরদ্বিধায়......!


যেদিন হারিয়ে যাব....
বিরক্ত হবে না কেউ আর আমার উপর
খাবারের তালায়..
গভীর রাত পর্যন্ত করবে না অপেক্ষা
দাড়াতে হবে না নিয়ে কোন মিথ্যে অযুহাত
থাকবে না হয়তো আর শাসনের বেড়াজাল
হয়তো বা ইচ্ছা নয় অনিচ্ছায় করবে মুক্ত


যেদিন হারিয়ে যাব....
কোকিলের মধুর সুর লাগবে তিক্ত
পুস্প সুঘ্রাণ নাকের ডগায় পৌছাতে হবে বিরক্ত
হয়তো কেউ হবে নির্বাক কেউবা হতবাক
হয়তো মেনে নিতে পারবে না অনেকেই
ততক্ষণে হাজারো এই মায়ার মোহ ছেড়ে
আমি চলে যাব আমার আসল ঠিকানায়....!!