রাতের পরের সকালটা
আমার ভাগ্যে না ও হতে পারে
রাতের খাবার টাও হতে পারে
রাব্বুল আলামিনের শেষ নেয়ামত....
কণ্ঠনালীর হুংকার
থেমে যেতে পারে মুহুর্তেই
আমি আমার বলে সব দাম্ভিকতা
হয়ে যাবে ধূলিসাৎ


সামান্য মাছির স্পর্শ সইতে পারিনা
কি রাগ ক্রোধের চেতন
হয়ে যাবে মৃত্তিকা কায়া নিথর পাথর
শত আঘাতে আর ফিরবে না চেতন
কোন মায়ার বাধন আটকাতে পারবে না
মায়ার মোহ নিরব ক্রন্দনে হবে অচল


রুপের প্রশংসা থাকবে না আর
লাগবে না কোন বিলাস প্রসাধনী
মৃত্তিকা রসে চুসে খাবে
পচে যেতে লাগবে না দু চার দিন
ক্ষনজন্মা মুহুর্ত কেউ মনে রাখবে
কেউ বা ভুলেই যাবে অবলীলায়


টাকার অহংকারে
আপন কে করে রাখি দুরের স্বজন
নিথর দেহের কোন কাজে আসবে কি টাকা
এ মিথ্যে অহংকারে আমি কেমন
উপলব্ধি হয় না তো
মৃত্যুর জালে আটকে গেলে
মিথ্যে মরিচিকা হবে তখন.....!!!