পুরুষ মানুষ মানে অনন্ত সংগ্রামের নাম
অজস্র ঘামের প্রতিদানে পায় শত দুর্নাম
ভালো থাকার চেয়ে ভালো রাখাই যার দায়িত্ব
ভালো রাখতে না পারাই যেন জীবন ব্যর্থ ।


পুরুষ মানুষ মানে সুউচ্চ এক হিমালয়
শত কষ্টের রক্ত ঝরানো ঘামকে ঝরনা বলা হয়
দাড়িয়ে থাকতে হয় কখনো নুয়ে পড়া নয়
নুয়ে পড়াকেই এ জগত বলে ব্যর্থতার পরিচয়।


পুরুষ মানুষ মানে বটগাছের বিশাল মহীরুহ
ক্লান্ত হয়ে সবাই আশ্রয় নেয়-ক্লান্তি শেষে তাকায় না কেহ
যাবার সময় মনের সুখে ডালটা ও নেয় যে ছিড়ে
ভাবে না কখনো কতটুকু কষ্ট যন্ত্রনা সহ্য সে করে।


পুরুষ মানুষ মানে পরিপূর্ন সুপার সপ
যেখানে আছে প্রয়োজনের আয়োজিত সব।
সুপার সপটা কোথায় থেকে হয় পরিপূর্ন কেউ নাহি ভাবে
আয়োজন প্রয়োজন মিটে গেলে নিজেকে নিয়ে ব্যস্ত সবে।