সফলতায় আপন সবাই ব্যর্থতায় যে পর
অদ্ভুত এই জগতে নিজের কাছে নিজেই স্বার্থপর
উচ্ছ্বসিত উন্মাদিত উড়তে চাই হয়ে হেলিকপ্টার
আবার বিষন্নতায় গম্ভীর ভাব সফলতা যখন বেকার


ভালো খারাপ কি হবে আগ মুহূর্তেই বুঝি
তবুও সেথায় আমরা কেবল ভালোটাকেই খুজি
মুখোশের অন্তরালে নিজেকে লুকিয়ে নিচ্ছি সব দায়
অভিনয়টা করছি পাক্কা সকাল থেকে সন্ধ্যায়


স্বার্থবাদী হয়ে করছি-নিজের মিথ্যে প্রচারণা
স্বার্থে আঘাত লাগলেই খুলবে আসল মুখোশখানা