কারো আছে কাড়িকাড়ি অঢেল টাকা
আছে অট্টালিকা আকাশচুম্মী
কেউবা দু-বেলা পায়না ভাগ্যজোরে
বাসযোগ্য সেতো নিষ্ঠুর ভুমি..!!


বউ-সন্তানের শাড়ি জামা কিনতে
কেউ যায় সিংগাপুর কানাডায়
কেউবা একপোশাকে দীর্ঘশ্বাসে
পরিবার পরিজন চালায়..!!!


গাড়ির ব্রান্ড পালটিয়ে টাকা উড়িয়ে
অনেকে মনের বাসনা মিটায়
কেউবা বাসের যাত্রী হয়ে চলছে দাঁড়িয়ে
তবুও যে জীবন হিমশিম খায়...!!


কারো ছেলে পড়ে ইংলিশ মিডিয়ামে
এক্সাম টিউশন খরচ প্রচুর
কেউবা পাড়ার স্কুলে ভর্তি করিয়ে ছেলে
রাখে অদম্য শান্তনা মনের ভিতর...!!


একটা বাড়ি আছে যার আরেক গড়তে
কারো ভীষন দারুণ ব্যস্ততা
কেউবা আবার কুড়েঘরে থেকে খুজে
বেচে থাকার স্বার্থকতা...!!


রাজত্ব ক্ষমতা আর শাসকের চেয়ারে বসে
করছে কেউ অন্যায় অবিচার
শাসকের শোষনে শোসিত হয়ে আবার কেউ
জীবন প্রজন্ম করে যাচ্ছে পার..!!


কারো প্রয়োজন-মুহুর্তে হচ্ছে আয়োজন
আছে যেন অঢেল অফুরন্ত
কেউবা ব্যর্থ-প্রয়োজন দিচ্ছে বিসর্জন
দীর্ঘশ্বাসে নিজেকে রাখছে শান্ত...!!!


কারো জীবন বিত্তবৈভবে সোনায় সোহাগা
জীবনজুড়ে সুখের ফোয়ারা
কেউবা দুঃখ ফেরি করতে করতে ক্লান্ত
জীবনযন্ত্রনার সংগ্রামে দিশেহারা...!!!