আল্লাহর নাম মুখে আমার, ভয় আর কিসে
রাখলে তিনি মারতে পারবে,কে আর পিসে
                 তিনি হলেন এক তিনিই অদ্বিতীয়
                 তিনি পান করান তিক্ত আবার অমিয়


তিনিই দেন রোগ আবার তিনিই দেন মুক্তি
তিনি হলেন সর্বেসর্বা তাহারি সর্ব শক্তি
                 তিনিই হলেন পরম দয়ালু রহিম রহমান
                 তাহার দ্বারাই সৃষ্টি  হল জমিন আসমান


পাপ পুন্যের হিসাব সবার, রাখছেন তিনি কষে
পাপী কে পুন্যের পথে ডাকেন,বিভিন্ন বেশে
                 পাপের জন্য শাস্তি-পুন্যে রাখছেন পুরস্কার
                পাপীকে ক্ষমার ক্ষেত্রে আবার খোলা দরবার


কে স্বরিল না কে স্বরিল নিশিতে প্রার্থনায়
সবার প্রতি আছেন তিনি অসীম মহিমায়
                বিশাল ক্ষুদ্র ধনী গরিব রাখছেন ব্যবধান
               পরম দয়ায় সবার মাঝে করেন আহার দান


তিনি আছেন অসীমতায় নেইকো ধরাছোঁয়ায়
সবার মাঝেই আছেন তিনি অদৃশ্য ছায়ায়
               সাগর পাহাড় নদীনালা তাহার অসীম সৃষ্টি
               কঠিন খরার বুকে তিনি দেন রহমতের বৃষ্টি


চন্দ্র সূর্য গ্রহ তারা তার ইশারায় চলে
অসাড় মাঝে দেয় জীবন, ফুল ফল ফলে
              তাহার জন্ম দেয়নি কেউ নেই সমতুল্য
              তাহার দয়ায় সারাজাহান হয়েছে পরিফুল্য..!!


নোট - ১১/০২/২০২২ ইং রোজ শুক্রবার (আজ পবিত্র জুমার দিন মহান আল্লাহ তালার অসীমতা নিয়ে ক্ষুদ্র চেষ্টা)