নেই সুখের উন্মাদনা
ঘোর অন্ধকারে কাটে সন্ধ্যা বেলা
নিশির রজনীতে নেই স্বপ্নের হানা
আবেগ বিবেগ অতৃপ্ত অনুতপ্ত
নেই আগামীর মহা-পরিকল্পনা....


মোর হৃদয়খানী আজ অবরুদ্ধ
জল শুকিয়ে যেন মৃত নদী
নেই জলতরঙ্গ লীলা
তীরে তরী বেরানোর ব্যস্ততাও নেই...


নব-বসন্তেও নেই কভু দোলা
শুন্যই কাটে মোর বিকেল বেলা
ধূলির তুফান.....
স্বজোরে আঘাত হানে না দরজায়
ঊষায় রঙিন হয় না রাগে...!


চাদের আলোয় রাত্রির ঝিলমিল ছায়াপথ
হয়না তবুও.....
অশান্তি মুক্ত দিগন্ত উন্মোচিত
পরে পরে নয়নজল নিঃশেষ
হৃদয়খানী মোর যেন ফুটন্ত মরুভূমি
তুমি বিহনে......