কত সংগ্রাম কত মিথ্যা-প্রতারনার বেড়াজাল
কতটা হিংস্ররুপে স্বার্থের  জীবন সকাল-বিকাল
অসত্য-কুপথে উপার্জিত অঢেল সম্পদের প্রাচুর্য
নিজ কায়ার ভোগে উল্লাসিত-নির্বোধে নির্বাক আর্চয্য


সত্য-মিথ্যার গোজামিলে অদ্ভুত সুখ উপলব্ধি
প্রিয়জন-পরিজন প্রয়োজনে দায় নিবে শেষ অব্দি
বিলেত শিক্ষায় ঢেলেছি মুক্ত হস্তে পুত্র-কন্যায়
সমীচীন অনুকম্পায়িত দৃষ্টিত হয়নি ন্যায়-অন্যায়..!


পুত্র প্রতিষ্ঠিতে জ্ঞান-যোগানে নির্ভর নিরদ্বিধায়
দীর্ঘশ্বাসের আপসোসে প্রতিষ্ঠার শেষ অধ্যায়
অর্জনের ঢের সাফল্য,জীবন সুখ সান্নিধ্যে
সাফল্যের মহাসড়কে নামেনি জীবন  সন্ধ্যে


সুউচ্চতার আকাঙ্ক্ষায় পুত্রধন প্রতিষ্ঠিত প্রবাসে
আদরিনি পাগলিনী কন্যাধন সুখে স্বামীর গৃহবাসে
উচ্চতার ঘোরনেশায় বেখেয়ালে মরন রোগেযুক্ত
চিন্তা চেতনায় বিক্রিত-নই ধরার বুকে উপযুক্ত..!


একাকিত্বের ভয়ংকর যন্ত্রণা কুড়ে খাচ্ছে প্রানবন্ত দেহ
ভীষণ প্রতিযোগিতায় ব্যস্ত ওরা আমি কি ওদের কেহ
রোগে শোকে আক্রান্ত ভারাক্রান্ত কিছুদিনেই যাব থেমে
কিছুদিন মহাকাল..!চলছি আমি রাখো না আমায় ফ্রেমে


(নোট >চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের মহসিন খানের আত্নহত্যার ভাবনা থেকে রচিত)