কোন কারণে স্বাবলম্বী হয় যখন নারী
আস্ফালনে গেয়ে উঠে একা চলতে পারি
অবলার সবল প্রানের নিষ্ঠুর দাম্ভিকতা
স্বাধীন পুরুষ সেথায় হারায় সহ্যর সীমাহীনতা

নারীর স্বাধীনতায় করেনি পুরুষ হস্তক্ষেপ
স্বাবলম্বী হতে নারীকে নিল নানা পদক্ষেপ
পুরুষ যেখানে ভাবে স্ত্রী সন্তানের সুখ
নারী কেন হীন চিন্তায় ফুলিয়ে রাখে বুক

নারী কেন পারি বলে নিজেকে রাখে একা
পারির মাঝে আটকে রাখে সুখের সীমারেখা
স্বামী সংসার নিয়ে থাকেনা নারী কেন বিভোর
নারীর স্বাবলম্বী মানে কি খুব স্বার্থপর..!!

পুরুষ করলো নারীকে বৈষম্য ভেড়াজাল মুক্ত
দিল স্বাধীনতা তবে কেন পুরুষ সেথায় ভুক্ত
নারী উচ্চআসনে পুরুষ কেন নয় ভাগিদার
সাহসে সাহায্যে ছিল পুরুষ তবে নয় কেন দাবিদার

শিক্ষিত স্বাবলম্বী খুব ভাল-বুঝে নিজের বুঝ
স্বাবলম্বীর যাতাকলে হচ্ছে স্ত্রীর দায়িত্ব নিখোঁজ
স্বাবলম্বী নারী একা চলতে দৃঢ় সংকল্প
স্বামী ছাড়া চলতে পারে স্বামী যেন এক রূপকল্প

নারীর স্বাবলম্বীতায় পুরুষ হচ্ছে নির্যাতিত
অধিক সুখের স্বপ্ন কিন্তু সুখ সেথায় নির্বাসিত
নিজেকে নিয়ে রয়েছে নানান অহমিকা
কথায় কথায় হচ্ছে ডিভোর্স থাকছে নারী একা...!