আজ পহেলা বৈশাখ, দুয়ারে  হাসি রঙিন,
চোখে প্রশান্তি - তৃপ্তি, মুখে  চিড়ে দইয়ের ঘ্রাণ ।
এক ছোট বোনের তাজা মুখে আনন্দের গান ।
জীবন  ছিল তার  একদিন  খুব আনন্দমুখর  
খালি  গলায় গাইত অবেলা দিনের কত গান।
সেই জীবন  স্মৃতিময়, উচ্ছ্বাস কত না সুন্দর !  

দুঃখের দিনগুলো গেছে হারিয়ে, ছলছল
মনে সুখানুভব, চিন্তা  চোখে, পড়ে জল
সে জানত না , একদিন নতুন সকাল আসবে ,
পৌষ মেলার ঐ দিনটা তার জীবন -স্মৃতি হবে  ।

আজ তোমাদের সকালটা হয়েছে বিশেষ,
আনন্দ -মেলা,  নতুনের  কথা, দিনের রেশ।
মেলায় গেল সে, হাতে ধরল খেলনা,
রঙিন বল, চিঁড়ে, মিষ্টির টোকা
আজ করি তা সবার সামনে বর্ণনা  ।

মাঠে শিশুরা খেলছে, দিচ্ছে দৌড় হইহুল্লোড়ে,
গান বাজছে , বাজছে ঢোল, মৃদু কোরাসে ।
ফুলের মতো হাসি ছিল তার চোখে মুখে
অপরূপ সৌন্দর্য  তুলিত  দেহ অবয়ব জুড়ে!  

পুরনো  সেই দুঃখ ভুলে, নতুন আশা নিয়ে,
আজ সে  কে না চায় আনন্দের বৃষ্টি আসুক
পহেলা বৈশাখ  পৃথিবীর বুক জুড়ে দিয়ে ,
কল্পনায় সে মুখ নাই  , সব কিছু যেন নতুন সুরে
শুকনো খরা দিনে আগুন হয়ে  ঝরছে  ।

আজ সে সৌভাগ্যবতী পৃথিবীটা যেন তার অভিসারে ,
বৈশাখের আনন্দ গান  ভুলে থাকে বোনের  আত্মনাদে  ।