কোনটারে বলি কবিতা ভাই
কোনটারে বলি আসল ছন্দ ।  
এই নিয়ে সাহিত্য অঙ্গনে
আছে অনেক দ্বন্দ্ব ।
কবিতা কি মন্ময় শুধু
থাকে না কেন তন্ময় ?
এই নিয়ে ভাবে না ,
কবি ছড়াকার জন্মায় ?

কবিতায় নাই বোধ থাকা  
সবই  থাকে যেন  ফাঁকা  
চিন্তার করার সময় এখন
কবিতা -- তার ছন্দ আঁকায় ।