আমাদের গাঁয়ে আছে শাপলার বিল
যেখানে সকাল-ভোরে
পাখিদের গান ধরে
সূর্যের আলোকণা করে ঝিলমিল
দূর থেকে চেয়ে হাসে আকাশের নীল।


আমাদের গাঁয়ে আছে ফসলের বান
যেখানে শ্যামল ছায়া
বিছিয়ে আদর-মায়া
পথিকের গ্লানি সব করে অবসান
বাঁশি সুরে মাঠে কেউ জুড়ায় পরান।


আমাদের গাঁয়ে আছে জোছনার রাত
যেখানে জোনাক পাখি
দীপ জ্বেলে থাকি থাকি
লুকোচুরি খেল্ শেষে আনে সুপ্রভাত
আমাদের গ্রাম যেনো রূপ-পারিজাত।