ঘুমো খোকন ঘুমো
ঘুমের দেশে তারার পরী
ডানায় বাঁধে জোসনা-তরী
আড়াল থেকে রোশনি মেখে
চাঁদের মেয়ে নাচে ঝুমোর ঝুমো
ঘুমো খোকন ঘুমো।


জল টুপাটুপ নীলাচলে
মেঘের পুতুল দোলনা দোলে
খানিক দূরে পাখির সুরে
রঙধনু রঙ হাওয়ায় আঁকে চুমো
ঘুমো খোকন ঘুমো।


ফেরেশতারা স্বপ্ন ঢালে
দুধ-সাগরে ঢেউয়ের তালে
হঠাৎ এসে ভেলায় ভেসে
দৈত্য-দানো বাজায় ঢোলের ডুমো
ঘুমো খোকন ঘুমো।