তোর পোড়া ঠোঁটের মানচিত্রটি
প্রিয়, আমার ভালো লাগে প্রচণ্ড রকমের
যেনো সোনালি বিকেলের শেষ প্রহরে ছুটে আসা
এক পশলা বৃষ্টির সুখ আঁকে হৃদয়ে
মন চায় ভিজে ভিজে হই সারা নির্ভাবনায়
যুগ-যুগান্তের আবর্তন ছিন্ন করে।


সূর্যের ঝিকিমিকি রোদের দুষ্টুমিতে
বাতাসকণা যেভাবে শুষে নেয়
সিক্ত মাটির পলিবিধৌত জমানো রস
আমারও ইচ্ছে করে সেভাবে শুষে নেই
তোর বুকের গভীরে লুকোনো দুখের নদীজল
তবে সাময়িক বেদনা থাকুক তোর ঠোঁটে মিশে
সাথে থাকুক রঙধনু-মেঘের ছোঁয়া
আমি তার উপযোগ ঘটাবো নতুন শিল্প-সম্ভারে।