একটি কথা বলবার ছিলো তাকে
যে জন্মিয়ে ছিলো অন্তরের ভালো লাগাটাকে
বিকেলের কোন ফুলেল শুভেচ্ছায়
পৃথিবীটা যখন ঢাকা পড়ে অন্তরঙ্গ আলো-ছায়ায়।


একটি টিপ পরানোর ছিলো তাকে
জোসনার মায়াবী আভায় কোন নদীর বাঁকে
হাঁটুজলে নেমে ঢেউ সমভিব্যাহারে
নিঃশব্দ যখন অনুরত রাতের বুকে অভিসারে।


একটি গান শোনানোর ছিলো তাকে
বাতাসের গুনগুনিয়ে সুর রচনার ফাঁকে
বৃষ্টিভেজা কোন এক টাপুর টুপুর সন্ধ্যায়
প্রকৃতিটা যখন সাজে কদম-কেয়া-রজনীগন্ধায়।