দিলরুবার দুঠোঁটে আঁকতে গিয়ে প্রেমের নদী
শালুক ভোরের বাতাসে চুমু খাই স্বেচ্ছায়
লজ্জায় চোখ মুদে আসে অনুভবের ছোঁয়ায়
বেচে থাকার স্বাদ জাগে আরো হাজার বছর।


অন্তরের উষ্ণতা কোমল হয়ে ঝরে পড়ে
বিতৃষ্ণার সুউচ্চ পাহাড় বেখেয়ালে ডিঙিয়ে
অকৃপণ সুখ ডানা মেলে বিশাল পরিসরে
নিশ্চুপ চাওয়া-পাওয়ার ব-দ্বীপের আঙিনায়।


নরম মাটির ঘাস খুঁজে বেড়াই নাক শুকে শুকে
ফুলের বোটার কাকতালীয় রস ভেজায় শাখা
উপত্যকায় লাঙল কষে একতোলা সিঁদুর পরাই
দিলরুবার জমানো কঠিন বিশ্বাসের বদৌলতে।