প্রথাগত সৌন্দর্যকে আমি এড়িয়ে চলি সবসময়
মানুষ তাতে হুমড়ি খেয়ে পড়ে বুঝে না বুঝে
তাই বলে ভেবো না প্রিয়তমা তুমি সুন্দরী নও
মূলত, তুমি পৃথিবীর বিরল কোহিনুর, যাকে
সাধারণ চর্মচোখে দেখা তো যায় কিন্তু পাওয়া যায় না।


ধর্মান্ধদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই
প্রার্থনা করি, তারা যেনো অনন্তকাল
ছুটে-ফিরে প্রথাগত সৌন্দর্যের আলেয়ার পিছু পিছু
হয়তো ওরা ভাববে আমায় বোকা
তবু আমার একবিন্দু আক্ষেপ নেই মনে
কারণ ওদের সামান্য একটু ভুলে
আমি আমার নিবাস গড়ি স্বর্গসুখের মূলে।


আমার সৌভাগ্য যে, আমি তোমায় খুঁজে পেয়েছি
কর্তৃত্ব নয়, তোমার হৃদয়ের সম্পূরক হতে পেরেছি
আর ভালবাসার ডোরে তোমায় খুব যতনে বেঁধেছি
ঈশ্বরকে অজস্র প্রণাম, অগুনিত ধন্যবাদ
প্রিয়তমাকে আমার চোখের সৌন্দর্যে সৃষ্টি করার জন্য।


গর্বের চূড়ান্ত স্বর্ণশেখরে দাড়িয়ে
আজ আমি শুধু বলতে চাই ওগো হৃদয়নন্দিনী,
তুমি বিশ্বসুন্দরী নও জানি
তবু তুমিই আমার হৃদয়রাজ্যের সার্বভৌম রাণী।