সে হারিয়ে গেছে
বলে গেছে আর ফিরে আসবে না কখনো
তবে একেবারে খালি হাত করে যায় নি
কিছু নিয়ে গেছে, কিছু অজান্তেই দিয়ে গেছে
কি নিয়ে গেছে, জিগ্গেশ করতে পারি নি, তবে
দিয়ে গেছে অজস্র সুখ-মোড়ানো স্মৃতিসম্ভার।


প্রতিদিন স্মৃতিগুলো আমি আওড়িয়ে দেখি
কয়েকবার দেখি, বারবার দেখি, অযথাই দেখি
যতো দেখি, ততো আরো রঙিন হই ভালবাসায়
ততো আরো স্বাপ্নিক হই পাওয়ার প্রত্যাশায়
চোখের জহরে বুকের লহরে
খুব স্পষ্টরূপে বিরাজমান স্মৃতির আবেদনগুলো
মাঝেমাঝে তাই মনে হয় আমি বাস্তবেই আছি।


স্মৃতিগুলোকে বাঁধাই করেছি হৃদয়ের স্পন্দনে
যতোই অতীত হোক বর্তমান থেকে
কস্মিনকালেও একবিন্দু ধুলো জমবে না তাতে
যদি কখনো স্মৃতিগুলো ইতিহাস হয়ে যায়
বুঝে নিয়ো পৃথিবী, আমি মিশে গেছি আকাশে-বাতাসে।