- কী ব্যাপার? চিমটি কাটছেন কেনো?
- চিমটি কাটতে আমার ভালো লাগে, সেই জন্যে।
- কিন্তু আমার তো লাগছে।
- আপনার না লাগলে আমার ভালো লাগবে কী করে?
- আমার কাছেও কিন্তু ভালো লাগার হাতিয়ার আছে।
- নারী হচ্ছে ফুলের মতো। তাকে আঘাত করা ঠিক নয়।
- আমি আঘাত করবো না। ফুলের সুগন্ধ লুটবো শুধু।
- এতো সোজা না! ফুলের কাছে আসতে গেলে কাঁটার আঘাত সইতে হবে।
- আপনার চিমটি কী কাঁটার আঘাতের চাইতে কম বিষের?
- আমার আদরটাকে আপনি বিষ বলতে পারলেন?
- চিমটি কাটার নাম আদর?
- উপরের বিষটাই পান করলেন মশাই। অমৃতের মতো সোহাগটা বুঝলেন না!