- রিকশার হাতলটা ধরে বসুন।
- আমি ধরে বসতে পারি না। বেখাপ্পা লাগে।
- রাস্তাটা বেশ সরু আর ভঙ্গুর। না ধরে বসলে পড়ে যেতে পারেন।
- ধরলে কি পড়বো না?
- সম্ভাবনা খুবই কম।
- আমি পুরোপুরি নিশ্চয়তা চাই।
- আপাতত যতোটুকু আছে, ততোটুকু নিন। তাছাড়া, আমি তো আছি।
- সেজন্যই তো পুরোটা চাই।
- সেটা কিভাবে সম্ভব?
- আপনি চাইলেই দিতে পারেন।
- আমি অবশ্যই চাই। কিন্তু...
- কিন্তু কি?
- ভাবছি, কি করা যায়?
- এতো ভাবাভাবির কি আছে? আপনার হাত দিয়ে আমার হাতটা ধরে রাখুন। তাতেই আমি শতভাগ নিশ্চিন্ত হবো।
- হাতটা ধরলে আমি কিন্তু আর ছাড়বো না।
- আমিও জোর করবো না।