- জীবনে ভূত দেখেছেন?
- না তো।
- ভূত দেখতে কেমন বলতে পারেন?
- না দেখলে বলবো কী করে?
- আচ্ছা, আপনি কি ভূতে ভয় পান?
- আমি ভূত-ফূতে বিশ্বাস করি না।
- আমিও বিশ্বাস করতাম না। কিন্তু এখন করি।
- কারণটা কি?
- নিজ চোখে ভূত দেখে কি অবিশ্বাস করা যায়?
- কোথায় দেখলেন? কীভাবে দেখলেন?
- প্রায়শই দেখি। পিছু ছাড়ে না।
- বলেন কি? সাংঘাতিক ব্যাপার!
- না, না। সাংঘাতিক-প্রাণঘাতিক কোনো ব্যাপার নেই। এমনিতে খুব ভালো। মাঝেমাঝে একটু-আধটু মজা করে আর কি!
- আপনার ভয় করে না?
- করে হালকা-পাতলা, যখন রেগে যায়।
- রেগে গেলে কেমন দেখায়?
- রাগলে আপনাকে যেমন লাগে।
- আর এমনিতে?
- এমনিতে আপনাকে যেমন লাগে।