- আমার চেহারা নিয়ে আপনার কি যেনো বলার আছে?
- আপনার চেহারাটা খুব সুন্দর।
- হঠাৎ প্রশংসার সুর!
- প্রশংসা করতে পারা একটা ভালো গুণ। সবাই এটা পারে না।
- ভালো। এখন আমার চেহারার কথা বলুন। মানে যেটা আপনি বলতে চেয়েছিলেন।
- আপনার চেহারা আপনার জন্যে আশীর্বাদ।
- সেটা কিভাবে?
- সকলের বাসর ফ্যান্টাসি এক রাতে শেষ হয়। আপনারটা একাধিক রাত হবে।
- কারণটা জানতে পারি?
- কারণটা আপনার চেহারা।
- একটু খুলে বলুন।
- আপনার চেহারা লম্বাটে। এমন চেহারার মালেকা একশো বছরে একজন-ই হয়। সুতরাং একরাতে কপাল ছুঁলে আপনার চিবুক ছোঁয়া যাবে না, আর চিবুক ছুঁলে কপাল ছোঁয়া যাবে না।
- কথা বেশি বলছেন কি?
- আমি সর্বদা মূলকথা বলি।
- এই তাহলে আপনার মূলকথা?
- মূলত মূলকথা অমূলক।