- নদীর পারে নিয়ে এলেন কেনো?
- এখানে বসে চাঁদ দেখার অন্যরকম এক আনন্দ আছে।
- কতোবার এসেছেন এরকম চাঁদ দেখার জন্য?
- এটাই প্রথম।
- তাহলে আনন্দ আছে কিভাবে বুঝলেন?
- কবিতা আর উপন্যাস পড়ে।
- তো কি রকম সেই আনন্দ?
- চাঁদটা পুরোপুরি জেগে উঠুক। নিজেই জানতে পারবেন।
- আপনাকেই জানতে পারলাম না এতোদিনে!
- ঝিরঝির বাতাস বইছে। কেমন লাগছে আপনার?
- হিমহিম লাগছে।
- আগুন জ্বালবো কি?
- তার আর দরকার নেই। আপনি আছেন তো!
- আমি কি অগ্নির সহোদর?
- তা হবেন কেনো? আপনি পাশে থাকলে সাহস পাই, সেটা বললাম।
- আমার কিন্তু ভয় করে।
- কেনো? আমি বাঘিনী না সিংহিনী?
- এই ভয় সেই ভয় নয়। এটা হারানোর ভয়।