- এভাবে আর কতক্ষণ হাটবো আমরা?
- হাটতে ভালো লাগছে না আপনার?
- গন্তব্যহীন পথে আগে কখনো হাটিনি। তবে একেবারে খারাপ লাগছে না।
- হাটলে কিন্তু শরীর ভালো থাকে। আর শরীর ভালো থাকলে মনটাও ভালো থাকে।
- স্বাস্থ্যবিদ হলেন কবে থেকে?
- মূলত আমি মনোবিজ্ঞানী।
- তাহলে বলুন, আমার মন এখন কি চাচ্ছে?
- আমার হাত ধরে হাটতে চাচ্ছে।
- পারলেন না। আমার এখন কোথাও বসতে ইচ্ছে করছে।
- যে কোনো জায়গা হলেই হবে?
- হবে। পা দুটো খুব ব্যথা করছে।
- তাহলে আমার কোলে বসে পড়ুন।
- কোল তো বসার জায়গা না, মাথা রাখার জায়গা।
- বিপদের মুহুর্তে এতো হিশেব-নিকেষ করলে কি হয়?
- আপনি থাকতে আমার কিসের বিপদ?
- হাটতে হাটতে যদি পড়ে যান?
- আপনি কোলে করে বাড়ি পৌছে দেবেন।