- কখন এলেন ছাদে?
- এইতো, মিনিট পাঁচেক হবে।
- তো হঠাৎ মধ্যদুপুরে এখানে কেনো?
- আপনার ভেজা চুলের গন্ধ শুকবো বলে।
- ভেজা চুলের গন্ধ শুকে কি হবে?
- অনুরাগের উঠোনে কিছুটা সময় অবচেতন হবো।
- কিছুটা কেনো? পুরোটা হতে বাধা কিসের?
- আপনার ঝরঝরে হাসি।
- তাহলে আজ থেকে আর হাসবো না।
- আপনি না হাসলে ফুল ফুটবে কিভাবে?
- চাঁদের জোছনামায়ায়।
- চলুন, আজ জোছনা দেখি।
- জোছনা দেখবেন কি করে? ওটাতো অনুভবের বিষয়।
- আপনিও তো অনুভবের বিষয়। আপনাকে যখন দেখতে পাচ্ছি, জোছনাও দেখতে পাবো।
- যদি দেখতে না পান?
- চাঁদ জোছ্নাকে দেখতে পাবে না, এমনটা অসম্ভব।
- এখানে চাঁদ পেলেন কোথায়?
- ভালো করে দেখুন। আমি চাঁদ, আপনি জোছনা।