একটা জায়গা আছে
নিবিড় শান্তির একটা জায়গা,
একটা জায়গা আছে
অতি আনন্দের একটা জায়গা,
একাকীত্ব থেকে দূরে থাকার একটা জায়গা
মনোকষ্ট ভুলে থাকার একটা জায়গা
সেই জায়গাটা আমার প্রেয়সীর বাহুডোর।
নিঃশব্দ নিশ্চুপ বাগান
যেখানে ভালোবাসায় রঙিন হয়ে যায় সাদা-কালো পরিবেশ
নিস্তব্ধ প্রকৃতির মাঝে যেন বয়ে যায় বসন্তের স্নিগ্ধ বাতাস
নির্বাক পাখিরাও যেন গেয়ে উঠে ভালোবাসার গান
প্রজাপতিরাও মেতে উঠে বাঁধভাঙ্গা উল্লাসে
সেখানে শুধুই আমি, সে আর প্রকৃতি।
সেখানে পৃথিবীর পরোয়া যেন তুচ্ছ বরফের ন্যায় গলে যায়,
হতাশা, রাগ,ভয় সবকিছুই  আশ্রয়হীন হয়ে যায়
বাহ্যিক চিন্তার  অনুপ্রবেশ নিষিদ্ধ হয়ে যায়,
এটি এমন একটা জায়গা
যেখানে দুটি হৃদয় এককভাবে স্পন্দিত হয়
এমন একটা জায়গা
যেখানে দুটি আত্মা পরস্পরকে জড়িয়ে রয়,
এমন একটা জায়গা
যেখানে আমি বারবার ফিরে আসতে চাই
জাগতিক কর্মবন্ধনে ক্লান্ত হলে
একটু প্রশান্তির জন্য ফিরে আসতে চাই
বাধাহীন আনন্দের সেই জায়গায়।