আমি ভালোবাসি আমার রূপসী ভোলাহাট,
ভালোবাসি তার চেনা অচেনা প্রতিটি পথঘাট।
মাতৃস্নেহে ভরপুর যার আকাশ বাতাস,
মায়াভরা মুগ্ধকর পরিবেশে ঘেরা চারিপাশ।
আহা কত সুখ কত আনন্দ মহানন্দার তীরে,
হারিয়ে যেথায় বারবার নিজেকে পাই ফিরে।
আমি ভালোবাসি আমার রূপসী ভোলাহাট,
যেখানে হরেকরকম আমের চাষ মাঠের পরে মাঠ।
কখনো মুকুলের মোহমোহ গন্ধ,
কখনো কাঁচা আম, কখনো বা পাকা,
এ তো জীবন্ত সৌন্দর্যের চিত্র,
নয়তো কোন শিল্পীর রংতুলিতে আঁকা।
জাগলবাড়ি,ফলিমারি কিংবা গাঁড়ালটির বিলে
সহস্র কৃষকের হয় শত স্বপ্নের চাষ,
স্বপ্নের রং কখনো সবুজ কখনো সোনালী
আহা কি অপরুপ সৌন্দর্যে ভরা বারোমাস।
আহা কত ভালোবাসা ভালোলাগার সমাহার
১৯ হাজার বিঘার ভাতিয়ার বিলে,
সবুজ-সোনালী ধান, রুপালি মৎস,
কখনো শাপলা কখনো পদ্মের দেখা মিলে।
আমি ভালোবাসি আমার সেই রূপসী ভোলাহাট
যার রূপের বর্ণনার নেইকো শেষ
এইতো আমার জন্মভূমি, এখানেই যেন হইগো শেষ।