আমি তো কবি নয়,
তবুও যে কবিতা লিখি
জানো কি কেন লিখি?
আমি যে প্রেমিক,


আমি মায়াময় মনোমুগ্ধকর প্রকৃতির প্রেমিক,
গাছে বাস করা হাজারো পাখির প্রেমিক,
আমি অবিরাম বয়ে চলা নদীর প্রেমিক,
সূর্যাস্তের দৃশ্যপট অঙ্কিত গোধুলির প্রেমিক।


আমি সুবাসহীন ও সুবাসিত ফুলের প্রেমিক,
ফুলের মধু আহরণকারী ভ্রমরের প্রেমিক,
আমি হাজার সবুজ গাছ পালার প্রেমিক,
বিশাল ডেউ এর অন্তহীন সাগরের প্রেমিক।


আমি দৃষ্টিনন্দিত সুবিশাল পাহাড়ের প্রেমিক,
পাহাড়ের বুক চিরে বয়ে পড়া নির্ঝরের প্রেমিক,
আমি সকাল বেলার রক্তিম সূর্যের প্রেমিক,
সোনালী কিরণে ঝলকিত শিশিরবিন্দুর প্রেমিক।


আমি সীমাহীন নীল আকাশের প্রেমিক,
আকাশে ভাসমান মেঘ থেকে ঝরা বৃষ্টির প্রেমিক
আমি নিস্তব্ধ নিশীথ অন্ধকার রাতের প্রেমিক,
রাতের আঁধার কাটানো চাঁদ, তারার প্রেমিক।
আমি যে প্রেমিক,
মায়াময় মনোমুগ্ধকর প্রকৃতির প্রেমিক।