একসাথে ভেজা আর হলোনা বৃষ্টিতে,
চা খেতে খেতে প্রেম হলোনা দৃষ্টিতে দৃষ্টিতে।
দেখা হলোনা একসাথে পূর্ণিমা রাতের আকাশ,
হলোনা আর কোন খুনসুটি গায়ে মেখে নির্মল বাতাস।
চলা হলোনা দুর পথ হাতে রেখে হাত,
এটুকু পথই ছিল হয়তো পাওয়া তোমার সাথ।
নিমিষেই ছিঁড়ে গেল সহস্র স্বপ্নের জাল, তোমাকে হারিয়ে হয়েছি যেন নেশায় মাতাল ।
হারিয়ে যাওনি তুমি হারিয়েছি আমি নিজ ভুলে,
ভাবিনি কখনো এভাবে ছেড়ে যেতে হবে চলে।
তবে তুমি মিশে রবে অনুভূতির সবটুকু জুড়ে,
কখনো যাবেনা হারিয়ে হাজারও স্মৃতির ভিড়ে।