প্রেয়সী, তোমার অরুনরাঙ্গা দেহের বরণ
মুগ্ধ করেনি আমায়,
তবে কেনই বা প্রেমে পড়লাম তোমার আমি?
প্রেয়সী, তোমার নিরহংকারীতার প্রেমে পড়েছি আমি।
প্রেয়সী, তোমার আজানুলম্বিত ভ্রমরকালো কেশ মুগ্ধ করেনি আমায়,
তবে কেনই বা প্রেমে পড়লাম তোমার আমি?
প্রেয়সী, তোমার নম্রতা ও ভদ্রতার প্রেমে পড়েছি আমি।
প্রেয়সী তোমার কপল পাড়ের ঐ টোল মুগ্ধ করেনি আমায়,
তবে কেনই বা প্রেমে পড়লাম তোমার আমি?
প্রেয়সী, তোমার সহজতা ও কোমলতার প্রেমে পড়েছি আমি।
প্রেয়সী, তোমার কাজল কালো আয়তলোচন নয়ন মুগ্ধ করেনি আমায়,
তবে কেনই বা প্রেমে পড়লাম তোমার আমি?
প্রেয়সী, তোমার সরলতা ও উদারতার প্রেমে পড়েছি আমি।
প্রেয়সী, তোমার গোলাপি রাঙ্গানো ঠোঁটের হাসি মুগ্ধ করেনি আমায়,
তবে কেনই বা প্রেমে পড়লাম আমি? প্রেয়সী, তোমার মাধুর্য ও সততার প্রেমে পড়েছি আমি।
প্রেয়সী, তোমার রুপ সৌন্দর্য নয়, মনুষ্যত্বের সৌন্দর্যই মুগ্ধ করেছে আমায়।