বঙ্গেতে জন্মে তুমি হে
বঙ্গ করিয়াছ ধন্য,
পরাধীনতার শিকল ভাঙ্গিয়াছি মোরা
তোমার নির্ভীকতার জন্য।
ইতিহাস রচিয়াছ তুমি হে
উচ্চ করিয়াছ এ জাতির শির,
তব কথাতে দুর্বল পাইয়াছিল শক্তি
কাপুরুষও হইয়া উঠিয়াছিল বীর। ভুলিবেনা দেশ এ, ভুলিবেনা এ জাতি
করিবে যুগে যুগে তোমারই স্মরণ,
জাতির স্বার্থে ভয়কে করিয়া জয়
মরণকে না ডরিয়া করিয়াছিলে বরণ।
দুরদৃষ্ট অভাগা এ জাতি মোরা
করিতে পারিনি তোমায় সম্মান,
স্বার্থান্বেষী নিকষ্টরা শহীদ করিয়া তোমায়
হারাইয়া ফেলিয়াছে জাতির কল্যাণ।
তবে চিনিয়াছে তোমায় বিশ্ববাসী
সকলের তরে তুমি প্রেরণা,
গর্বিত তুমি করিয়াছ মোদের
ভুলায়েছ বিগত সকল যাতনা।
চির কৃতজ্ঞ বাঙ্গালী মোরা
সশ্রদ্ধ কৃতজ্ঞতা তব চরণে
শত সহস্র বছর ধরিয়া গাহিব গান,
লিখিব কবিতা তব স্মরণে।