বিশাল রক্তস্রোতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
লুণ্ঠিত হচ্ছে আজ,
লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত দেশটা
হারাচ্ছে মাথার তাজ।
শাসনের নামে শোষন করা যেন আজ
হয়েছে দেশের প্রথা,
অত্যাচারী কিংবা দুর্নীতিবাজ নেই ভেদাভেদ তারাই দেশের মাথা।
বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা সোনার বাংলায় আজ
অরাজকতা হয়েছে বিস্তার,
লাখো শহীদের তাজা রক্তে অর্জিত দেশটাও
দুর্নীতি থেকে পাইনি নিস্তার।
হাজারের ভিড়ে কে শোষক কেই বা মানুষ
চেনা হয়েছে দায়,
রক্ত চোষা শোষকদের ভিড়ে মানুষগুলোর
হচ্ছেনা আজ ঠাঁই৷
বিচারালয়ে দোষীদের আজ হয়না বিচার
বিচারের নামে হয় তামাশা,
মিথ্যার বিপরীতে সত্যের পরাজায় দেখে
জনগণ হারিয়েছে তাদের আশা।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষা কমেছে
বেড়েছে আজ রাজনীতি,
ক্ষমতার দাপটে অমানুষ হচ্ছে ছাত্ররা
ছাত্রত্বের আজ ঘটছে ইতি।
রাজনীতি আজ আর রাজনীতি নেই
রাজনীতি মানেই দুর্নীতি,
মেম্বার, চেয়ারম্যান, পুলিশ প্রশাসন এমপি মন্ত্রী
সবাই ভুলেছে মনুষ্যনীতি।
নিরপরাধ হচ্ছে খুন, সাধারণ হচ্ছে গুম
ধর্ষিতা হচ্ছে যুবতী, বৃদ্ধা, শিশু,
নেতা নেত্রীদের সন্তান তো নিরাপদ আছে
সাধারণের হচ্ছে হোকনা যা কিছু৷
সাধারণ মানুষ যেন আজ নাগরিক নয়
জিম্মি তারা এ দেশের,
যদি না থাকে অর্থ না থাকে ক্ষমতা,
অধিকার তাদের কিসের।
সময় বদলায় ক্ষমতা বদলায় শাসক বদলায় বদলায় শাসন নীতি,
জনগণ ভাবে এবার হয়ত মিলবে মুক্তি
কিন্তু হায়! বদলায়না শোষণ রীতি।
না জানি কত প্রতিক্ষার পর ফিরবে শান্তি আর
বঙ্গবন্ধুর স্বপ্ন হবে পুরণ,
হাসবে জনগণ নিঃশ্বাস নিবে শান্তিতে আর
ভক্তির সাথে শহীদদের করবে স্মরণ। এই একটাই প্রত্যাশা নিয়ে বাঁচব আমি
প্রার্থনা করব দিনশেষে,
এই একটাই প্রত্যাশা নিয়ে লিখব বারবার ফিরব কবির বেশে।