দিকে সুরম্য রাজপ্রাসাদে ভরে গেছে দেশ,
গগনচুম্বী অট্টালিকার প্রতিযোগিতা
তো চলেছে বেশ।
উন্নতি আর উন্নয়নের হাওয়ায় ভাসছে চারদিক,
সুখ্যাতির জয়জয়কার ছড়াচ্ছে অবিরাম দিকবিদিক।
শরীরে উঠেছে নয়নাভিরাম উচ্চমূল্য আভিজাত্যের বসন,
টেবিলে বসেছে বাহারি খাবারের হরেক রকম বাসন।
শহরগুলোতে বেড়ে চলেছে রংবেরঙের
প্রাইভেট কার,
সবাই তো ভীষণ সুখী কষ্টকে ছুঁয়ে দেখেনা কেউ আর।
তবে যে ক্ষুধার্ত আজো ওঁচলাকুড়ে খাবার খুঁজে ফিরে,
ক্লান্ত শ্রান্ত শরীরে রাত কাটায় পথের
ধারে ছেঁড়া চাদরে মুড়ে।
সুউচ্চ ইমারতগুলো তো চক্ষু শীতল করেনা তাদের,
আভিজাত্যের বসন দেখে তো ছেঁড়া
চাদরাবৃত গা শিহরিত হয়না তাদের। তবে কি দিকবিদিক রচিত উন্নয়নের সুবাস আজও পৌঁছায়নি সেথা?
কবে আসবে সেদিন ঘুচেছে তাদেরও বিষাদ শুনবো এ কথা?