সন্ধ্যার শীতল সমীরণে শরীর যখন শিহরিত হয়,
তোমাকে মনে পড়ে,
যখন গোধূলি বর্ণ ছাড়িয়ে অন্ধকার বাড়তে থাকে,
তোমাকে মনে পড়ে।
চাঁদের আলোয় যখন নিজের নিঃসঙ্গ ছায়া দেখি,
তোমাকে মনে পড়ে,
রাতের অন্ধকার যখন চাঁদ কে জড়িয়ে
নিঃসঙ্গতা কাটায়,
তোমাকে মনে পড়ে।
তুমি থেকেও যেন নেই, চারদিক যেন শুন্য,
এ হৃদয় তোমাকেই খোঁজে নিঃসঙ্গতা কাটাতে।